হাইতিতে কলেরায় এক হাজার ৭৫১ জনের মৃত্যু

হাইতিতে অক্টোবরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত কলেরায় এক হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হিসাব অনুসারে কলেরায় এ পর্যন্ত ৭৭ হাজার ২০৮ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৪ হাজার ২৪৮ জনকে। গত সোমবার কলেরায় মৃতের যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল এ সংখ্যা তার চেয়ে ৩০ জন বেশি।
কলেরায় হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের উত্তরে মারা গেছে ৭৭৩ জন এবং রাজধানীতে প্রাণ হারিয়েছে ১৬৪ জন।
হাইতির সাধারণ লোকজন মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরার জন্য তাদের দেশে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষীদের দায়ী করে আসছে। তাদের ধারণা, হাইতিতে মোতায়েন নেপালি শান্তিরক্ষীদের মধ্যে প্রথম এ রোগটি ধরা পরে এবং পরবর্তী সময়ে তা গোটা দেশে দ্রুত ছড়িয়ে পড়ে।
ফ্রান্সের কলেরা বিশেষজ্ঞরা মনে করছেন, হাইতিতে কলেরায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। এএফপি।

No comments

Powered by Blogger.