স্টামফোর্ড ব্রিজ ছাড়ছে চেলসি

খেলোয়াড় আসে খেলোয়াড় যায়। আসা-যাওয়া করেন কোচরাও। কিন্তু মাঠ ছেড়ে দিয়ে কোনো ক্লাবের চলে যাওয়া ব্যতিক্রমই। এই অন্য রকম ঘটনাই হয়তো ঘটাতে যাচ্ছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা হয়তো ছেড়ে যাচ্ছে স্টামফোর্ড ব্রিজ। ওয়েবসাইট।
স্টামফোর্ড ব্রিজে চেলসির ১০৫ বছরের ইতিহাস। অনেক হাসি-কান্না, লড়াই, গৌরবের সাক্ষী। তবু কেন স্টামফোর্ড ব্রিজকে ছেড়ে যাবে চেলসি? কারণ একটাই—স্টামফোর্ড ব্রিজের ধারণক্ষমতা মাত্র ৪২ হাজার। এই ধারণক্ষমতায় আর কুলোচ্ছে না গত কয়েক বছরে ইংল্যান্ডের ফুটবলে অভিজাত তকমা পাওয়া চেলসির।
তবে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে সময় লাগবে। ক্লাব সভাপতি ব্রুস বাক বলেছেন সে কথাই, ‘আমরা স্টামফোর্ড ব্রিজ ছেড়ে যাব, এই সিদ্ধান্ত নেওয়াটা মানসিক দিক থেকে অনেক কঠিন। তার ওপর আমরা পূর্ব লন্ডন ছাড়তে চাই না, এখানেও ভালো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না।’

No comments

Powered by Blogger.