অধিকাংশ মার্কিনের আস্থা হারিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট ওবামা

ক্ষমতা নেওয়ার মাত্র দেড় বছরের মাথায় অধিকাংশ মার্কিনের আস্থা হারিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, প্রায় ৬০ শতাংশ ভোটার প্রেসিডেন্ট ওবামার প্রতি তাঁদের অনাস্থা জ্ঞাপন করেন। অথচ ১৮ মাস আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ৬০ ভাগের বেশি মার্কিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর ওপর দৃঢ় আস্থা প্রকাশ করেছিলেন।
ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ যৌথভাবে জরিপটি চালায়। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের জিজ্ঞেস করা হয়, দেশের ভবিষ্যৎ প্রশ্নে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওবামার ওপর তাঁরা কতটা আস্থাশীল? জবাবে ৫৮ শতাংশ ভোটার জানান, তাঁদের আস্থা খুবই কম অথবা একেবারেই নেই।
এই একই প্রশ্নের জবাবে ৬৮ শতাংশ ভোটার জানান, কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যের প্রতি তাঁদের কোনো আস্থা নেই। ৭২ শতাংশ ভোটার এ ক্ষেত্রে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের প্রতি অনাস্থা প্রকাশ করেন।
দেশের অর্থনীতিকে চাঙ্গা করা জন্য ওবামা যেসব পদক্ষেপ নিয়েছেন, ৪৩ শতাংশ মার্কিন তা মেনে নিয়েছেন আর ৫৪ শতাংশ তা প্রত্যাখ্যান করেছেন।
জরিপটি চালানো হয় ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত। এতে অংশ নেন এক হাজার ২৮৮ জন মার্কিন।

No comments

Powered by Blogger.