জয়াসুরিয়া না থাকলেও আছেন মুরালিধরন

২০১১ বিশ্বকাপ খেলার স্বপ্ন কি পূর্ণ হবে সনাৎ জয়াসুরিয়ার? শ্রীলঙ্কা ক্রিকেট যে তাঁকে কেন্দ্রীয় চুক্তিতেই রাখেনি! জয়াসুরিয়া না থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেট যে ২০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে তাঁর মধ্যে আছেন মুত্তিয়া মুরালিধরন।
গলে ১৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্টটিই মুরালিধরনের শেষ টেস্ট। এর পরই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা তিনি আগেই দিয়েছেন। তার পরও মুরালিধরন যে শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে আছেন, এর কারণ গত মৌসুমে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স।
গত মৌসুম মোটেই ভালো কাটেনি জয়াসুরিয়ার। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে রানের গড় ছিল ৩.৭৫। সর্বশেষ ৬টি ওয়ানডেতে সদ্যই শ্রীলঙ্কার পার্লামেন্টের সদস্য হওয়া জয়াসুরিয়ার সর্বোচ্চ রান ৩১। এই পারফরম্যান্সের কথা উল্লেখ করে নির্বাচন কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভা বলেছেন, ‘আমরা কয়েক সপ্তাহ ধরে সিনিয়র খেলোয়াড়, নির্বাচক আর টিম ম্যানেজমেন্টের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা করেছি। সনাতের বাদ পড়ার কারণ তার সাম্প্রতিক বাজে পারফরম্যান্স।

No comments

Powered by Blogger.