টেন্ডুলকারকে ছাড়িয়ে ধোনি!

ভাগ্যই তো বলতে হয় একে! দীর্ঘ দিনের বান্ধবী সাক্ষী সিং রাওয়াতকে সাত পাকে বাঁধার কিছু দিন যেতে না যেতেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪ কোটি ২০ লাখ ডলারের চুক্তি করলেন ভারতের একটি ক্রীড়া ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে। দুই বছরের চুক্তিতে ধোনির করপোরেট প্রোফাইল, ডিজিটাল স্বত্ব ও বিপণন-সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করবে এই সংস্থা।
ভারতীয় কোনো ক্রিকেটারের জন্য এটাই সবচেয়ে বেশি অঙ্কের অর্থের চুক্তি। আগের বড় চুক্তিটি ছিল শচীন টেন্ডুলকারের সঙ্গে আরেকটি ক্রীড়া ব্যবস্থাপনা সংস্থার। ২০০৬ সালে হওয়া ওই চুক্তিটি ছিল ৮০ লাখ ডলারের। টেন্ডুলকারকে যে ধোনি এই প্রথম কোনো জায়গায় ছাড়িয়ে গেলেন, তা নয়। পেপসি, রিবকসহ ২২টি কোম্পানির শুভেচ্ছাদূত ধোনি সবচেয়ে বেশি আয়ের ক্ষেত্রেও গত বছর ছাড়িয়ে গিয়েছেন টেন্ডুলকারকে। ফোর্বস-এর হিসাব অনুযায়ী, গত বছর ধোনির আয় ছিল ১ কোটি ডলার, যা বিশ্বের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ আয়। আর টেন্ডুলকারের আয় ছিল ৮০ লাখ ডলার

No comments

Powered by Blogger.