ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করে বিল পাসের নিন্দা অ্যামনেস্টির

প্রকাশ্যে বোরকা পরা নিষিদ্ধ করতে মঙ্গলবার ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে বিল পাস হওয়ার নিন্দা জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, এটি মত প্রকাশের ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন।
বিলটি সেপ্টেম্বরে সিনেটে উত্থাপন করা হবে। এর আগে অ্যামনেস্টির পক্ষ থেকে বিলটি প্রত্যাখ্যান করার অনুরোধ জানিয়ে ফ্রান্সের প্রত্যেক পার্লামেন্ট সদস্যের কাছে চিঠি দেওয়া হয়।
ইউরোপে অ্যামনেস্টির অবমাননা বিশেষজ্ঞ জন ডালহুইসেন বলেন, নিজস্ব পরিচয় বা ধর্মীয় বিশ্বাসকে তুলে ধরতে যেসব নারী বোরকা বা নেকাব পরে থাকেন, মুখ ঢেকে বাইরে চলাচলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ তাঁদের মত প্রকাশের ও ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে। সাধারণ আইন অনুযায়ী মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে যা হওয়া উচিত, তা হচ্ছে পরিধানযোগ্য যেকোনো পোশাকের ব্যাপারে সবারই স্বাধীনতা থাকবে।
এ ধরনের নিষেধাজ্ঞার কারণে বোরকা পরে অভ্যস্ত নারীরা আর ঘরের বাইরে যেতে চাইবে না। এতে ঘরের বাইরে তাঁদের কাজের পরিধি কমে যাবে

No comments

Powered by Blogger.