২০ বছর পর জেদ্দা-বাগদাদ বিমান চলাচল শুরু

২০ বছর পর আজ বৃহস্পতিবার থেকে ইরাকের সঙ্গে আবার সৌদি আরবের সরাসরি বিমান যোগাযোগ শুরু হচ্ছে। ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণের পর থেকে দেশ দুটির মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। জেদ্দাভিত্তিক বেসরকারি বিমান কোম্পানি আলওয়েফিরের বোয়িং ৭৪৭-এর একটি বিমান আজ জেদ্দা থেকে আনুষ্ঠানিকভাবে বাগদাদের উদ্দেশে ছেড়ে যাবে।
আলওয়েফির কর্তৃপক্ষ জানায়, প্রতি সপ্তাহে তাদের একটি বিমান জেদ্দা থেকে সরাসরি বাগদাদ এবং দুটি বিমান বসরা যাবে। আলওয়েফির গত বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। শুরুর দিকে এ কোম্পানির বিমানে করে নাইজার, শাদ, লিবিয়া ও ভারত থেকে মুসলমান হজযাত্রীদের জেদ্দায় আনা হতো।

No comments

Powered by Blogger.