৮৬৫ গ্রামের দখল নিয়ে লড়াইয়ের মুখে মহারাষ্ট্র-কর্ণাটক

গ্রামের দখল নিয়ে সংঘাতে জড়িয়ে পড়তে চলেছে ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্য। মারাঠিভাষী অধ্যুষিত ৮৬৫টি গ্রাম কর্ণাটকের কাছ থেকে ফিরে পেতে চাইছে মহারাষ্ট্রের মানুষ। এ ব্যাপারে মহারাষ্ট্রের সব কটি রাজনৈতিক দল একই সঙ্গে লড়ছে।
গতকাল মঙ্গলবার এ ব্যপারে কংগ্রেসের নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চ্যাবন জানান, মহারাষ্ট্রের লোকজনের ভাবাবেগের ব্যাপারটি কেন্দ্রীয় সরকারকে বোঝানো হবে।
শিবসেনা দল জানিয়েছে, যেকোনো মূল্যে তারা কর্ণাটকের ওই গ্রামগুলো মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত করবেই। সীমান্ত লড়াইয়ে নামতে কর্ণাটকও পিছিয়ে নেই। তারা ওই ৮৬৫টি গ্রাম ছাড়তে নারাজ।
এর আগে মুম্বাই শহরকে পেতে মারাঠিরা লড়াইয়ে নামে প্রায় ৫০ বছর আগে। তখন ‘আমছি মুম্বাই’ অর্থাৎ আমাদের মুম্বাই স্লোগান তুলে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মুম্বাইকে ছিনিয়ে নেয় এবং শহরটিকে মহারাষ্ট্রের রাজধানী করা হয়। এবারও তেমনই স্লোগান তুলেছে শিবসেনা দল। ফলে একই দেশের মধ্যে দুই রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়ে গেল।

No comments

Powered by Blogger.