সাধারণ সূচক কমেছে ৭৬.১৭ পয়েন্ট

ঢাকা শেয়ারবাজারে আজ বুধবার সাধারণ মূল্য সূচকের বেশ বড়ধরনের পতন হয়েছে। বেলা তিনটার সময় ডিএসইর লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্য সূচক ৭৬ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩০৪ পয়েন্টে। দিনব্যাপি মোট লেনদেন হয়েছে একহাজার ৫৯৩ কোটি টাকার। লেনদেনকৃত মোট ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে। এই সংখ্যা ১৮৮। অপরদিকে দাম বেড়েছে ৪৯টি প্রতিষ্ঠানের। দিনশেষে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
আজ লেনদেনের শীর্ষে যে পাঁচটি প্রতিষ্ঠান ছিল সেগুলো হল- তিতাস গ্যাস, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ও লঙ্কাবাংলা ফিন্যান্স।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো মডার্ন ডাইং, জেমিনি সী ফুড, রেনউইক যজ্ঞেশ্বর, সাভার রিফ্রাক্টরিজ ও মুন্নু সিরামিকস।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ প্রতিষ্ঠানগুলো হল- ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, সমতা লেদার, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ ও কোহিনুর কেমিকেল কোম্পানি লিমিটেড।

No comments

Powered by Blogger.