পিএনজিকে উড়িয়ে প্লেট ফাইনালে বাংলাদেশ

গ্রুপ ম্যাচেও পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে আইসিসির সহযোগী দেশটি এবার আরও ভয়ংকর রূপ দেখল বাংলাদেশের তরুণদের। প্লেটের সেমিফাইনালে কাল তাদের ৮৫ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ জিতেছে ১৬৮ রানে। দলের এই বড় জয়ে ব্যাটে-বলে সমান ঔজ্জ্বল্য ছড়িয়ে ম্যাচসেরা হয়েছেন নূর হোসেন।
টস জিতে ব্যাটিং নিলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে ৩১ রান জমা হতেই বিদায় নেন দুই ওপেনার আনামুল হক ও সৌম্য সরকার। তবে তৃতীয় উইকেটে মোমিনুলকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সৈকত। ৬৫ রানের এই জুটি ভেঙে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২ উইকেটে ৯৬ থেকে দলের রান হয়ে যায় ৬ উইকেটে ১২৬। যার ৬১ রানই দেয় সৈকতের ব্যাট। তবে দলের সর্বোচ্চ স্কোরার তিনি নন। সর্বোচ্চ স্কোরার ৮ নম্বরে ব্যাট করতে আসা নূর হোসেন। ৫০ বলে ৮টি চার ও ১টি ছয়ে ৬৬ রান করেন তিনি। তাসামুলের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ৮০ রানের জুটি। এ কারণেই ৪৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করতে পারে ২৫৩ রান।
রান তাড়া করতে এসে একের পর এক উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি (পিএনজি)। বড় ইনিংস কেউ খেলতে না পারায় তারা ৩২.৫ ওভারে ৮৫ রানেই অলআউট। দু অঙ্কের রান করেছেন মাত্র ৪ ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৭ করেছেন ইউরা ও অধিনায়ক কিলা। ৫.৫ ওভারে ১১ রানে ৪ উইকেট নিয়েছেন নূর হোসেন।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৪ ওভারে ২৫৩ (আনামুল ২, সুমায়া ১৭, সৈকত ৬১, মমিনুল ২৭, মাহমুদুল ১, সাব্বির ০, তাসামুল ৪৩, নূর হোসেন ৬৬, আলাউদ্দিন ১৫, কামরুল ৯, শাকের ০; কিলা ২/২৫, রিভা ২/৫৫, হাওডা ২/৬৫, মও ১/৪৭, আমিনি ১/৫০)। পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-১৯: ৩২.৫ ওভারে ৮৫ (কিলা ১৭, ইউরা ১৭, আমিনি ১৩, সিয়াকা ১০; আলাউদ্দিন ১/৭, কামরুল ১/১৫, শাকের ২/৭, সৈকত ০/৭, নূর হোসেন ৪/১১, মাহমুদুল ২/২৬, তাসামুল ০/৯)। ফল: ১৬৮ রানে জয়ী বাংলাদেশ।
ম্যান অব দ্য ম্যাচ: নূর হোসেন।

No comments

Powered by Blogger.