ভোট দিতে পারেননি ফনসেকা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোটটি দিতে পারেননি শরত্ ফনসেকা। তিনি জানান, ভোটার তালিকায় নাম না থাকায় তিনি ভোট দিতে পারেননি।
ফনসেকা বলেন, ‘২০০৮ সালের ভোটার তালিকায় আমার নাম নেই। সে কারণে আমি এই নির্বাচনে ভোট দিতে পারিনি।’ তিনি অভিযোগ করে বলেন, একেবারে শেষ মুহূর্তে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিষয়টিকে ব্যবহার করার চেষ্টা করছে সরকার।
ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে ফনসেকাকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, ফনসেকা নির্বাচিত হলেও তিনি অযোগ্য বিবেচিত হতে পারেন।
তবে স্বাধীন নির্বাচন কমিশনার দয়ানন্দ দেশানায়েক বলেন, ভোটার তালিকায় কারও নাম না থাকা মানে অযোগ্যতা নয়।

No comments

Powered by Blogger.