বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ১৮

ইরাকের রাজধানী বাগদাদের ফরেনসিক কার্যালয়ে গাড়িবোমা হামলায় অন্তত ১৮ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বাগদাদের সেনা মুখপাত্র মেজর জেনারেল কাসিম আত্তা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুলিশ ও ১৩ জন বেসামরিক নাগরিক রয়েছেন। তিনি আরও জানান, গতকাল সকাল পৌনে ১১টার দিকে চালানো ওই হামলায় ফরেনসিক কার্যালয় গুঁড়িয়ে যায়। অধিকাংশ আহত ব্যক্তিকে ভবনটির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়।
এর আগের দিন বাগদাদে তিনটি শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত ও ৩১ জন আহত হয়। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সহযোগী কেমিক্যাল আলীর ফাঁসির রায় গত সোমবার কার্যকর করার ব্যাপারে সরকারি ঘোষণার পর পরই বাগদাদে ওই তিনটি গাড়িবোমা হামলা চালানো হয়।

No comments

Powered by Blogger.