আহমাদিনেজাদকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছেন মেহদি কারৌবি

ইরানের বিরোধীদলীয় নেতা মেহদি কারৌবি জানিয়েছেন, প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছেন। অথচ গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে কারৌবি অভিযোগ করেছিলেন, আহমাদিনেজাদ ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতেছেন।
কারৌবির ছেলে হোসেন কারৌবি জানান, নির্বাচনী ফলাফল নিয়ে তাঁর বাবার মনে এখনো সংশয় আছে। তবে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফলাফলকে অনুমোদন দেওয়ায় তিনি তা মেনে নিয়েছেন।
বাবার উদ্ধৃতি দিয়ে হোসেন বার্তা সংস্থা ফার্সকে বলেন, ‘আমি এখনো মনে করি, নির্বাচন সুষ্ঠু হয়নি এবং বড় ধরনের কারচুপি হয়েছে। কিন্তু যেহেতু আলী খামেনি আহমাদিনেজাদকে স্বীকৃতি দিয়েছেন, কাজেই আমিও মেনে নিয়েছি তিনি রাষ্ট্রের প্রধান, অর্থাত্ প্রেসিডেন্ট।’
তবে কারৌবির ছেলে পরে বার্তা সংস্থা এপিকে বলেন, তাঁর বাবার উদ্ধৃতি ফার্স ভুলভাবে উপস্থাপন করেছে। তাঁর বাবা সতর্কতার সঙ্গে ‘প্রেসিডেন্ট’ শব্দটি এড়িয়ে গেছেন। কেননা, তিনি চান না ‘প্রেসিডেন্ট’ শব্দ ব্যবহারের মাধ্যমে আহমাদিনেজাদের শাসনকে পরিপূর্ণ বৈধতা দিতে।
গত বছরের নির্বাচনের পর ইরানে বড় ধরনের বিক্ষোভ ও সহিংসতা হয়েছিল। এ সময় কয়েক শ বিরোধী কর্মীকে গ্রেপ্তারও করা হয়।

No comments

Powered by Blogger.