‘জেনেভা বৈঠকের ফলাফলে ইরান ক্ষতিগ্রস্ত হবে না’

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংকট নিরসনের উদ্দেশে জেনেভায় বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনায় যা-ই ঘটুক না কেন, তাতে ইরান ক্ষতিগ্রস্ত হবে না।
গতকাল বুধবার প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ‘আলোচকেরা চাইলে নিশ্চিতভাবেই যেকোনো নীতি গ্রহণ করতে পারেন। তবে আমরা তাতে ক্ষতিগ্রস্ত হব না।’ কট্টরপন্থী এই প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ফার্স এ কথা জানায়।
ইরানি প্রেসিডেন্ট বলেন, যেকোনো অবস্থার জন্য নিজেকে প্রস্তুত রেখেছে ইরান এবং ইরানি জাতি গত ৩০ বছরে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।
ইরানের নতুন ইউরেনিয়াম শোধনাগারে প্রবেশাধিকার দাবি করায় বিশ্বনেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মাহমুদ আহমাদিনেজাদ।
তিনি বলেন, ওই দেশগুলোর নেতারা নতুন শোধনাগার সম্পর্কে মন্তব্য করে ঐতিহাসিক ভুল করেছেন। প্রেসিডেন্টকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা বলা হয়।
আহমাদিনেজাদ বলেন, ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও ইরানকে কী করতে হবে, সেটা বলার তাঁরা কে?’
উল্লেখ্য, তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আজ বৃহস্পতিবার ইরানের প্রধান আলোচক সায়িদ জলিলির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

No comments

Powered by Blogger.