নোবেল শান্তি পুরস্কারের জন্য সোনিয়ার নাম সুপারিশ

কংগ্রেসের সভানেত্রী ও ভারতের শাসক জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে শান্তিতে নোবেল পদক দেওয়ার জন্য নোবেল শান্তি কমিটির কাছে সুপারিশ করেছে ভারতের বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন। একই সঙ্গে এ সুপারিশ বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠন থেকেও করা হয়েছে।
ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে শান্তির বাতাবরণ তৈরি করার লড়াইয়ে এখনো সোনিয়া গান্ধী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য আবেদন জানিয়েছে ওই সব সংগঠন।

No comments

Powered by Blogger.