দুর্নীতির মামলায় পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরির কারাদণ্ড

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে (৭১) ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশের একটি আদালত। গত বুধবার রাজধানী লিমার একটি আদালত এ রায় দেন। সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে চতুর্থ ও সর্বশেষ মামলার রায় এটি। নিরাপত্তা বাহিনীকে হত্যার নির্দেশ দেওয়াসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে কারাভোগ করছেন তিনি।
এর আগে হত্যা ও অপহরণ করার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়ার অপরাধে গত এপ্রিলে ফুজিমোরিকে ২৫ বছরের কারাদণ্ড দেন পেরুর আদালত। রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অপব্যবহারের আরেকটি মামলায় জুলাই মাসে তাঁকে আরও সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ক্ষমতার অপব্যবহারের মামলায় বর্তমানে ছয় বছরের সাজা খাটছেন তিনি। ওই অপরাধে ২০০৭ সালে দোষী প্রমাণিত হন ফুজিমোরি।

No comments

Powered by Blogger.