যুক্তরাষ্ট্র-কিউবা শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিবিদ কিউবার সরকারের সঙ্গে বৈঠক করেছেন। এ মাসের গোড়ার দিকে হাভানা সফরকালে শীর্ষ পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনের কর্তৃপক্ষ এর সত্যতা নিশ্চিত করেছে।
পশ্চিম গোলার্ধবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বিসা উইলিয়াম সএ মাসের গোড়ার দিকে হাভানা সফরের সময় কিউবার উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুই দেশের মধ্যে সরাসরি ডাকসেবা চালু করার বিষয় আলোচনা করতে তখন হাভানা যান। তিনি পাঁচ দিনের বেশি সময় ধরে হাভানা সফর করেন। গত কয়েক দশকে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এটাই ছিল প্রথম বৈঠক। মার্কিন কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিসা উইলিয়ামস কিউবার সরকারের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে দুই দেশের সম্পর্কোন্নয়ন বিষয়ে কয়েক দফা বৈঠক করেন।
১৯৬৩ সালে কিউবার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি। তবে গত জানুয়ারি মাসে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশ দুটির মধ্যে উত্তেজনা কিছুটা হ্রাস পায়।

No comments

Powered by Blogger.