আফগানিস্তান বিষয়ে ওবামা প্রশাসনের বৈঠক

আফগানিস্তান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে এ বৈঠকে আফগানিস্তানে আরও সেনা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ওবামা কয়েক সপ্তাহ পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আফগানিস্তানে নিযুক্ত প্রধান মার্কিন সেনা কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন যে আরও সেনা না পাঠালে আফগানিস্তান অভিযান ব্যর্থ হয়ে যেতে পারে। তিনি আরও ৪০ হাজার সেনা পাঠানোর প্রস্তাব করেছেন।
হোয়াইট হাউসের ওই গুরুত্বপূর্ণ বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল স্ট্যানলি আফগানিস্তান থেকে ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকে অংশ নেন।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, আফগানিস্তান যুদ্ধের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে ওবামা নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

No comments

Powered by Blogger.