কলমের দাম সাড়ে ১৭ লাখ রুপি!

একটি কলমের দাম সাড়ে ১৭ লাখ রুপি! চমকে ওঠার মতোই খবর। হ্যাঁ, ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর স্মরণে স্মারক হিসেবে সোনায় মোড়ানো এই কলম তৈরি করেছে আন্তর্জাতিক কলম উত্পাদনকারী সংস্থা মঁ ব্লাঁ। কলম তৈরির এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘থিম মহাত্মা’।
১৯৩০ সালে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ডান্ডি অভিযান করেছিলেন গান্ধী। ২৪১ মাইল পায়ে হেঁটেছিলেন তিনি। এই ঘটনা স্মরণে তৈরি করা হয়েছে তিন ধরনের কলম। প্রথম মডেলটির নাম, ‘মহাত্মা গান্ধী লিমিটেড এডিশন’। মূল্য এখনো ধার্য করা হয়নি বলে জানিয়েছেন দিল্লিতে সংস্থার মুখ্য নির্বাহী কর্মকর্তা। দ্বিতীয় মডেলটির নাম ‘২৪১ মাইল’। মূল্য নির্ধারিত হয়েছে ১৪ লাখ রুপি। তৃতীয় মডেলটির নাম ‘মহাত্মা গান্ধী লিমিটেড এডিশন-৩০০০’। এই মডেলে তৈরি হয়েছে দুই ধরনের কলম। ফাউন্টেন পেন ও রোলার বলপেন। ফাউন্টেন পেনটির দাম ধার্য হয়েছে সাড়ে ১৭ লাখ রুপি আর রোলার বলপেনের দাম ধরা হয়েছে সাড়ে ১৫ লাখ রুপি। এসব কলম কিনতে হলে অর্ডার দিতে হবে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে।

No comments

Powered by Blogger.