ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাতিল করল রাশিয়া

ক্যালিনিনগ্রাদে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা অবশেষে বাতিল করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গত শুক্রবার এ কথা জানিয়েছেন। ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি গড়ার পরিকল্পনা বাতিলের ঘোষণা দেওয়ার পর রাশিয়া এ সিদ্ধান্ত জানায়।
যুক্তরাষ্ট্রের পিটসবুর্গে জি-২০ সম্মেলন শেষে দিমিত্রি মেদভেদেভ সাংবাদিকদের বলেন, ‘আমরা এর আগে ঘোষণা দিয়েছিলাম, যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনা গড়ে তুললে নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরাও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করব। ওয়াশিংটন এই সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত পাল্টেছে। আমাদেরও আর ওই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রয়োজন নেই।’

No comments

Powered by Blogger.