লিবীয় নেতা গাদ্দাফির কানাডা সফর বাতিল

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি কানাডায় তাঁর যাত্রা বিরতি বাতিল করেছেন। কানাডার কয়েকটি রাজনৈতিক দল এবং মানবাধিকার সংস্থার অব্যাহত প্রতিবাদের মুখে তিনি এই সফর বাতিল করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
আগামী সপ্তাহে কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড প্রদেশের সেন্ট জনে তাঁবুতে গাদ্দাফির রাত কাটানোর কথা ছিল। কানাডা সরকারের পক্ষ থেকে তাঁকে বিমানবন্দরে অভিবাদন জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানোর কথাও ছিল।
স্কটল্যান্ডের লকারবি বিমান হামলার নায়ক আবদেল বাসেত আলী মেগরাহিকে গত মাসে লিবিয়ায় বীরের সম্মান দেওয়ায় সারা বিশ্বে আলোচিত হগন গাদ্দাফী। ১৯৮৮ সালে বোমা হামলায় প্যান অ্যাম বিমান ধ্বংস হলে এর ২৭০ জন যাত্রী মারা যায়। এতে কানাডার তিনজন নাগরিকও নিহত হন। ওই ঘটনায় মেগরাহির ২৭ বছর জেল হয়। ক্যানসারে আক্রান্ত বাসেতকে মানবিক কারণে গত মাসে স্কটিশ জেল থেকে মুক্তি দেওয়া হয়।

No comments

Powered by Blogger.