সেই ইউসুফ-মালিকের এই যুগলবন্দী

মোহাম্মদ ইউসুফ আর শোয়েব মালিক—কী অসাধারণ এক যুগলবন্দী পরশু দেখল সেঞ্চুরিয়ন! চ্যাম্পিয়নস ট্রফির যেকোনো উইকেটের নতুন রেকর্ড জুটি গড়ে পরশু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টুর্নামেন্টে থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় ফেলে দিয়েছেন তাঁরা। অথচ এই ইউসুফ আর মালিক কদিন আগেই একে অন্যের ছায়াও নাকি মাড়াতেন না!
আইসিএলে যোগ দিয়েই ইউসুফ দাবি করেছিলেন, তখনকার অধিনায়ক মালিক তাঁকে যোগ্য সম্মান আর মর্যাদা দেননি বলেই পাকিস্তানের জাতীয় দলে খেলার ইচ্ছা থাকা সত্ত্বেও সম্পর্ক ছিন্ন করেছেন তিনি! অনেক জলঘোলা শেষে ইউসুফ আবার জাতীয় দলে ফিরলেও সম্পর্কের বরফ নাকি গলছিল না। অধিনায়ক ইউনুস খানের মধ্যস্থতায় হলো সমাধান। নতুন বন্ধন কত মজবুত তা পরশুই দেখল সবাই।
দলের ভেতরের একটি সূত্র জানিয়েছে, ‘কিছুদিন আগ পর্যন্তও তারা কথা বলত না। কিন্তু দুই সিনিয়র খেলোয়াড়ের মধ্যে সব বিভেদ দূর করে দেন অধিনায়ক ইউনুস।

No comments

Powered by Blogger.