জার্মানিতে আজ সাধারণ নির্বাচন

জার্মানিতে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে কোনো উত্তাপ বা উত্তেজনা দেখা যায়নি। এদিকে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই নির্বাচনকে সামনে রেখে এক ইন্টারনেট বার্তায় জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন।
কয়েক সপ্তাহজুড়ে সীমিত আকারে প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে জনসংযোগ করেছেন। আজ তাঁদের ভাগ্য নির্ধারণের পালা।
নির্বাচনে জার্মানির দুটি বড় দল খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে মাঝারি আকারের পরিবেশবাদী সবুজ দল, লিবারেল দল এবং বাম দলের সমন্বয়ে গড়া বিভিন্ন দলও নির্বাচনে ক্ষমতায় ভাগ বাটোওয়ারা বা কোয়ালিশনের অংশ হয়ে উঠতে পারে।

No comments

Powered by Blogger.