চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কি গ্রেপ্তার

অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কিকে (৭৬) গ্রেপ্তার করেছে সুইজারল্যান্ডের পুলিশ। গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ৩১ বছর আগের একটি মার্কিন গ্রেপ্তারি পরোয়ানাবলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার জুরিখ চলচ্চিত্র উত্সবের কর্মকর্তারা এ কথা জানান।
কর্মকর্তারা জানান, একটি আজীবন সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য পোলানস্কি ফ্রান্স থেকে সুইজারল্যান্ডের জুরিখে চলচ্চিত্র উত্সবে যোগ দিতে আসেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে পোলানস্কি স্বীকার করেছিলেন, ১৯৭৭ সালে ১৩ বছরের একটি কিশোরীর সঙ্গে অবৈধ যৌনসম্পর্ক স্থাপন করেছিলেন। ওই ঘটনায় পোলিশ বংশোদ্ভূত পোলানস্কির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি ওই সময় পালিয়ে ফ্রান্সে চলে আসেন। পরিচালকের আইনজীবী জানিয়েছেন, পোলানস্কি যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন না। কারণ সেখানে ফিরলেই তাঁকে পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হবে। ২০০২ সালে পিয়ানিস্ট চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান পোলানস্কি।

No comments

Powered by Blogger.