নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে by রীনা আক্তার তুলি

‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় নারীর এ বীরত্বগাথায় কোনো বাহুল্য নেই। নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল। মানুষ হিসেবে একজন নারী পরিপূর্ণ অধিকারের দাবিতে সুদীর্ঘকাল যে আন্দোলন চালিয়ে আসছে, তারই সম্মানস্বরূপ পালিত হয় নারী দিবস। আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। নারী শব্দটির সঙ্গে জড়িয়ে আছে অনেক মায়া, মমতা ও ভালোবাসা। নারী কখনো মা, কখনো বোন, কখনো বা প্রিয়জন। সুন্দর পৃথিবী গড়ার জন্য নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন। নারী দিবস উপলক্ষে যুগান্তরের সঙ্গে নারীদের অধিকার, ঘরে-বাইরে নারীদের বৈষম্য, নারীদের অগ্রযাত্রা, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনসহ বিভিন্ন বিষয় আলাপ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ফারজানা ইসলাম যুগান্তরকে বলেন, যুগ যুগ ধরে নারী-পুরুষের বৈষম্য ছিল, থাকবে। কিন্তু এর মধ্য দিয়েই নারীদের এগিয়ে যেতে হবে। শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি নারীদের শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের স্কুলের বিষয়ে তিনি বলেন, স্কুলে যাওয়ার বিষয়টি এখন মেয়েদের অভিভাবক অনেক বেশি সোচ্চার। তবে স্কুলের ভেতরে মেয়েদের নিরাপত্তা জোড়দার করতে হবে।
পুরুষ শিক্ষকদের হাতে অনেক মেয়েদের যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এই বিষয়টির প্রতি গুরুত্ব দেয়া উচিত। সফল এই নারী অধ্যাপক আরো বলেন, নারীদের অধিকার আদায়ের সংগ্রামে অনেক দূর এগিয়েছে। নারীদের সব সময় পুরুষের সমান্তরাল ভাবতে হবে। এজন্য পারিবারিক, সামাজিক আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন। পরিবারের কথা উল্লেখ্য করে তিনি বলেন, পরিবারে মেয়েদের সমান অধিকার সৃষ্টি করতে হবে। ছেলে ও মেয়েকে সমান পুষ্টিসমৃদ্ধ খাবার দিতে হবে। যদি সামর্থ্য না থাকে তবুও কমবেশি করা যাবে। নারীর অধিকার আদায় শুরু হবে ঘর থেকেই। এজন্য প্রয়োজন পরিবারের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারীর অগ্রগ্রতির জন্য শুধু ঘরে ও বাইরের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।তবে নারী সফলতার সঙ্গে আরো অনেক দূর এগিয়ে যাবে। নারী দিবসে নারীদেরর জন্য সফল এই অধ্যাপকের কথা হচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবে তবুও এগিয়ে যেতেই হবে। কথায় আছে- পাছে লোকে কিছু বলে। তাই সব বাধা এগিয়ে চলতে হবে। এ নারী দিবসে সব নারীদের সাফল্য ও সুস্থকামনা করেন তিনি।

No comments

Powered by Blogger.