শ্রীলঙ্কায় মুসলিম-বৌদ্ধ সংঘাত ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ

শ্রীলঙ্কায়  মুসলমান ও বৌদ্ধদের মধ্যে সংঘাত ঠেকাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দেশিটিতে সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, আগামী তিনদিন সারাদেশে ফেইসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকবে। খবর রয়টার্সের।
সাস্প্রতিক সময়ে বৌদ্ধ-মুসলিমদের মধ্যে হওয়া কয়েকটি সংঘাতের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুকে মুসলিমদের ওপর আরও হামলার হুমকি সম্বলিত পোস্টের মাধ্যমে সহিংসতাকে উস্কে দেওয়া হয়েছে। এর আগে গত রোববার দেশটির ক্যান্ডিতে মুসলমানদের সঙ্গে সংঘাতে এক বৌদ্ধ তরুণের মৃত্যুর জের ধরে নতুন করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত শুরু হয়েছে। সংঘাতের প্রেক্ষাপটে মঙ্গলবার ক্যান্ডিতে জরুরি অবস্থা জারি করার পরও  মুসলমানদের কয়েকটি মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বৌদ্ধরা। উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি থেকেই শ্রীলঙ্কায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে উত্তেজনা চলছে। কয়েকটি কট্টরপন্থি বৌদ্ধ গোষ্ঠীর অভিযোগ, শ্রীলঙ্কার বৌদ্ধদের জোর করে ইসলাম ধর্মে দিক্ষিত করা হচ্ছে। পাশাপাশি বৌদ্ধ পুরাতাত্ত্বিক স্থানগুলো ভাংচুরের জন্যও মুসলমানদের দায়ী করে তারা।

No comments

Powered by Blogger.