অজগরের পেটে হরিণ!

অজগর তার ওজনের থেকেও বেশি ওজনের খাদ্য গিলে ফেলতে পারে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সাড়ে ১৪ কেজি ওজনের অজগর প্রায় ১৬ কেজি ওজনের একটি হরিণকে গিলে ফেলতে সক্ষম হয়েছেন।
বিজ্ঞানীরা দেখেছেন, ১:১.১১ এই অনুপাতে সহজেই খাবার খেতে পারে অজগর। অজগর তার ওজনের বেশি ছাগল কিংবা বাছুরকে ভক্ষণ করতে সক্ষম, এমন উদাহরণ আগেও দেখা গেছে।

No comments

Powered by Blogger.