হাতে লেখা একটি চিঠি ৮৬ লাখ টাকায় বিক্রি

আলবার্ট আইনস্টাইনের নিজ হাতে লেখা একটি চিঠি এক লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। মঙ্গলবার জেরুজালেমে এক নিলামে যুগান্তকারী একটি তত্ত্বের বিষয় নিয়ে লেখা চিঠিটি বিক্রি হয়। ১৯২৮ সালে বার্লিন থেকে একজন গণিতবিদের কাছে হাতে লেখা ওই চিঠি পাঠিয়েছিলেন আইনস্টাইন।
আপেক্ষিক তত্ত্বের তৃতীয় সূত্র নিয়ে লেখা ওই চিঠিতে এক লাখ তিন হাজার সাতশ’ ডলারে তথা বাংলাদেশি টাকায় ৮৬ লাখ ১৯ হাজার ১৭৭ টাকা কিনে নিয়েছেন বেনামি এক ক্রেতা। নিলামকারী প্রতিষ্ঠান উইনার জানিয়েছে, গেলো শতাব্দীতে আইনস্টাইনের বৈজ্ঞানিক ক্যারিয়ারে সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়ে যুগান্তকারী এ আবিষ্কার নিয়ে কাজ করে যাচ্ছিলেন তিনি। ওই চিঠির সঙ্গে আরও একটি নোট রয়েছে। যেখানে তিনি খামের পেছনে ওই তত্ত্ব নিয়ে তার পরিশীলিত চিন্তা টুকে রেখেছিলেন।

No comments

Powered by Blogger.