জেরুজালেমে দূতাবাস খুলবে মালয়েশিয়া

ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দিয়ে পূর্ব জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। রোববার দেশটি উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানান, ফিলিস্তিনি রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমে দূতাবাস খোলার পরিকল্পনা করা হচ্ছে। ইরানি বার্তা সংস্থা মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পথ অনুসরণ করে তারাও এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
এর আগে পূর্ব জেরুজালেমে দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানায় তুরস্ক। জাহিদ হামিদি স্থানীয় সাংবাদিকদের বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দেয়া প্রস্তাব নিয়ে আলোচনা করবে মন্ত্রিসভা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, জেরুজালেম মুসলমানদের পবিত্র স্থান। এটি রক্ষার লড়াইয়ে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। তারা হয়তো পরাশক্তি হতে পারে। কিন্তু মালয়েশিয়া তার পরোয়া করে না। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছি। বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেম) আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।’ চলতি মাসের শুরুর দিকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই মার্কিন দূতাবাস তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেন, ইতিমধ্যে তারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানীর স্বীকৃতি দিয়েছেন। তবে শহরটি ইসরাইলের দখলে থাকায় দূতাবাস খুলতে পারছেন না তারা।

No comments

Powered by Blogger.