৫৩ বারেও হল না সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।এ নিয়ে ৫৩ বার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালতের ধার্য তারিখ পেছাল। মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
এদিন র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের নতুন ওই দিন ধার্য করেন। সর্বাধিক গুরুত্ব দেয়ার পরও দীর্ঘদিনেও চাঞ্চল্যকর এ হত্যা মামলার কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেননি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তাসম্পাদক গোলাম মোস্তফা সরোয়ার ওরফে সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা করেন।

No comments

Powered by Blogger.