এবার সুদানের সাথে তুরস্কের সামরিক সহযোগিতা জোরদার

সুদানের সাথে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার ১২টি চুক্তি সই করেছে তুরস্ক। রোববার ও সোমবার প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সফরকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১১ সালে দেশের দক্ষিণাংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তিন-চতুর্থাংশ তেল উৎপাদন কমে গেছে সুদানে। এই পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টারত দেশটিতে বিনিয়োগ জোরদার করেছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আফ্রিকার তিন দেশ সফরের শুরুতে রোববার খার্তুমে পৌঁছান এবং সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের সাথে বৈঠক করেন। দেশটিতে তার দুই দিনের সফরকালে খার্তুমের সাথে আংকারার ১২টি চুক্তি স্বাক্ষর হয়।
এগুলোর মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা ছাড়াও একটি কৌশলগত সহযোগিতা পরিষদ গঠনের বিষয়ও রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এরদোগান। তিনি বলেন, দুই মুসলিম দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করে বর্তমানের বার্ষিক ৫০ কোটি ডলার থেকে প্রাথমিক পর্যায়ে এক শ কোটি এবং পরে এক হাজার কোটি ডলার করতে চায়। সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির তার দেশে প্রথম তুর্কি প্রেসিডেন্ট হিসেবে এরদোগানের সফরকে ঐতিহাসিক বলে প্রশংসা করেন। এ মাসের শুরুতে তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার জরুরি বৈঠকে যোগ দিয়েছিলেন বশির। উল্লেখ্য, সুদান থেকে শাদ ও তিউনিসিয়া যাবেন এরদোগান।

No comments

Powered by Blogger.