চুয়াডাঙ্গায় ফাঁড়ি ইনচার্জকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। সোমবার রাতে জেলা শহরের ফার্মপাড়ায় এ ঘটনা ঘটে। ফাঁড়ি ইনচার্জ ওহিদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী পিন্টুকে পুলিশ আটক করেছে। পিটুনির পর তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়া ও পার্শ্ববর্তী হকপাড়ার বিবদমান দুটি পক্ষের মধ্যে দু'দিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। সোমবার রাত ৯টার দিকে শহর ফাঁড়ি ইনচার্জ ওহিদুল ইসলাম কনস্টেবল রিপনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় মোটরসাইকেল যোগে টহলে যান। ফার্মপাড়ার কদমতলামোড় এলাকায় পৌঁছালে জেলা শহরের গোরস্তানপাড়ার বদর উদ্দিন বুদোর ছেলে মিন্টু ফাঁড়ি ইনচার্জ ওহিদুল ইসলামের ঘাড়ে কোপ দেয়। এসময় মোটরসাইকেলের পেছন থেকে নেমে কনস্টেবল রিপন পাকড়াও করেন হামলাকারী মিন্টুকে। তাকে আটকের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. রাহাত ইমাম জানিয়েছেন, ওহিদুল ইসলামের ঘাড়ের কোপটি বেশ গভীরে ঢুকে গেছে। অনেকগুলি সেলাই দেয়া হয়েছে ক্ষতস্থানে। এ ব্যাপারে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএমের কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

No comments

Powered by Blogger.