আন্তর্জাতিক বাজারে চিনির দাম নিম্নমুখী

আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের চিনির দামে নিন্মমুখী রয়েছে। একই সঙ্গে রোববার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) দাম কমেছে অ্যারাবিকা কফি ও কোকোর। তবে এদিন রোবাস্তা কফির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। আইসিইতে এদিন অপরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় ৫ সেন্ট কমেছে। দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনি বিক্রি হয় ১৪ দশমিক ৭২ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কম। এর আগে বৃহস্পতিবার পণ্যটির দাম পাউন্ডপ্রতি ১৪ দশমিক ৮২ সেন্ট উঠেছিল, যা চলতি বছরের ৬ ডিসেম্বরের পর সর্বোচ্চ। এরপর থেকে পণ্যটির দাম কমতে শুরু করেছে। অন্যদিকে গতকাল প্রতি টন পরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় ১ ডলার ৪০ সেন্ট কমেছে। দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন পরিশোধিত চিনি বিক্রি হয় ৩৮৫ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। যুক্তরাজ্যভিত্তিক স্কুডেন ফিন্যান্সিয়াল কর্পোরেশনের পণ্যবাজার-বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক নিক পেনি বলেন, বেশ কয়েকটি দেশে আখের বাম্পার ফলনের কারণে এবারের মৌসুমে অতিরিক্ত চিনি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর জের ধরে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম নিন্মমুখী রয়েছে।

No comments

Powered by Blogger.