মির্জাপুর ক্যাডেট কলেজে ৫ দিনব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বর্ণাট্য আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে পাঁচ দিনব্যাপী ৫৪তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া (অ্যাথলেটিকস) প্রতিযোগিতা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আজ সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. বিমান রায় চৌধুরী।
এ সময় কলেজের অ্যাডজুট্যান্ট মেজর আব্দুল মালেক ও মেজর জাকারিয়া ফিরোজসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন। ক্যাডেট কলেজ সূত্র জানায়, এ ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে মির্জাপুর ক্যাডেট কলেজের ফজলুল হক হাউজ, নজরুল হাউজ ও সোহরাওয়ার্দী হাউজ এই তিনটি হাউজের দেড় শতাধিক ক্যাডেট বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন মেজর জেনারেল মো: আকবর হোসেন, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জি প্লাস, জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন, সাভার সেনানিবাস, ঢাকা।

No comments

Powered by Blogger.