তুষার ধসে ৩ পর্বতারোহীর মৃত্যু

সুইস আল্পসে গত তিন দিনে সুইজাল্যান্ড ও ফ্রান্সের তিন পর্বতারোহী মারা গেছেন। সোমবার পুলিশ একথা জানিয়েছে। হোফাথোর্ন পর্বতশৃঙ্গের কাছে ভালাইস অঞ্চলে সর্বশেষ এই ঘটনায় পাঁচজনের একটি দল আক্রান্ত হয়। সোমবার স্থানীয় এক ব্যক্তি তুষারের ওপর দিয়ে দ্রুত যাওয়ার সময় দুই হাজার ৮৪৪ মিটার উঁচুতে এই ঘটনা ঘটে। ৩৯ বছর বয়সী এ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করা হয়। কিন্তু পরে জরুরি সংস্থার লোকেরা তাকে মৃত ঘোষণা করে। শনিবার ভালাইস অঞ্চলে অপর ঘটনায় তিনজনের একটি পর্বতারোহীর দল তুষারধসে আক্রান্ত হয়।
সেন্ট লুক অঞ্চলে দুই হাজার সাত শ’ মিটার উঁচুতে এই ঘটনা ঘটে। উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত দলটির দুই সদস্যকে খুঁজে পায়। তারা সামান্য আহত হন। হেলিকপ্টারে করে তাদের সিওন ও ভিয়েজের দুটি হাসপাতালে নেয়া হয়। কিন্তু এই ঘটনায় গুরুতর আহত ২৯ বছর বয়সী এক সুইস নারী রোববার মারা যান। তৃতীয় ঘটনায় ৩১ বছর বয়সী এক ফরাসি সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে গ্রিসনস অঞ্চলে তুষারধসে চাপা পড়ে মারা যান। তিনি একাই দুই হাজার ৩৭৬ মিটার উঁচু গ্লাটওয়াং পর্বতে উঠার চেষ্টাকালে এই ঘটনা ঘটে। রোববার কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর তার লাশ তিন মিটার বরফের নিচ থেকে উদ্ধার করা হয়।

No comments

Powered by Blogger.