স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো জাপান। ফিলিস্তিন সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী টারু কোনো ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে এ সমর্থনের কথা বলেন। রামাল্লায় অনুষ্ঠিত এ বৈঠককালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে জেরুসালেম বিষয়ক সর্বশেষ পরিস্থিতির কথা অবহিত করেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।
মাহমুদ আব্বাস জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির বিরুদ্ধে জাতিসঙ্ঘ প্রস্তাবের পক্ষে ভোট দেয়ায় জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি ফিলিস্তিনে জাপান সমর্থিত কিছু উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন। বৈঠকে আব্বাস ফিলিস্তিন-জাপান সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন সমস্যা সমাধানে দুই দেশ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনী জনগণের প্রতি জাপানের অর্থনৈতিক সমর্থন অব্যাহত থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি

No comments

Powered by Blogger.