মানবিক আবেদনে বিমান ফেরালো পাইলট

আকাশে উড়ার ঠিক আগ মুহূর্তে বিমানটিকে টার্মিনালে ফিরিয়ে আনলেন এক পাইলট। কারণ ওই বিমানের দু'জন যাত্রী তাদের মৃত্যুপথযাত্রী এক নাতিকে যেন শেষবারের দেখতে পান। এটি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরের ঘটনা। দ্যা ইন্ডিপেনডেন্ট পত্রিকার খবরের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, দুজন যাত্রী ম্যানচেস্টার থেকে আবুধাবি হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন। বিমানে ওঠার পর তারা লক্ষ্য করেন যে মোবাইল ফোনে তাদের নাতির একটি মিসডকল রয়েছে। এরপর প্লেনটি যখন রানওয়েতে ওড়ার জন্য তৈরি হচ্ছে তখন তাদের কাছে একটি টেক্সট মেসেজ আসে। এতে বলা হয়, গুরুতর অসুস্থ অবস্থায় তাদের নাতি হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রয়েছে।
বিমানের ওই দুই যাত্রী তখন বার্তাটি বিমানের একজন কেবিন ক্রুকে জানান। ওই কেবিন ক্রু ফ্লাইটের ক্যাপ্টেনের সঙ্গে এ নিয়ে আলাপ করেন। বিমানের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে রানওয়ে থেকে বিমানটিকে টার্মিনালে ফিরিয়ে আনেন। এরপর ওই দুই যাত্রী এবং তাদের মালামাল বিমান থেকে নামানো হয়। তারা যাতে দ্রুত হাসপাতালে যেতে পারেন সেই ব্যবস্থাও করে বিমান বন্দর কর্তৃপক্ষ। পরের দিন, ঠিক যে সময়টিতে এতিহাদের ওই ফ্লাইটটি অস্ট্রেলিয়াতে ল্যান্ড করার কথা ছিল, সেই সময়ে ওই দু'জনের নাতির মৃত্যু ঘটে। এই ঘটনায় ওই বিমানের পাইলট প্রশংসায় ভাসছেন। খবরটি প্রকাশের পর পাইলটের মানবিক আচরণে তাকে ধন্যবাদ দেয়ার পাশাপাশি তার প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে, সংবাদমাধ্যম জানায়, ওই যাত্রী দু'জন তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি। কিন্তু তাদের নাতীকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দেয়ার জন্য পাইলটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

No comments

Powered by Blogger.