মিয়ানমারে পানি উৎসবে নিহত ২৮৫, আহত ১০৭৩

মিয়ানমারে চার দিনব্যাপী পানি উৎসব চলাকালে দেশব্যাপী ২৮৫ জনের প্রাণহানি ও এক হাজার ৭৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার মিয়ানমারের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট একথা জানায়। গত বছরের এ উৎসব চলাকালে যত লোকের প্রাণহানি ঘটে এ বছর তার চেয়ে ১৩ জন বেশি মারা যান। এদিকে এ পানি উৎসব চলাকালে বিভিন্ন ঘটনায় মোট এক হাজার দুই শ' মামলা হয়েছে। এদের মধ্যে নেপিতাওয়ে ১০ জন, ইয়াংগুনে ৪৪ জন, মান্দালেতে ৩৬ জন, সাঙ্গাইং অঞ্চলে ২৬ জন, তানিনথারি অঞ্চলে ১১ জন, বাগো অঞ্চলে ৩৭ জন, মাগওয়ে অঞ্চলে ১১ জন, মন স্টেটে ২০ জন, রাখাইনে ১৭ জন, শান স্টেটে ২৯ জন ও আইয়াওদি অঞ্চলে ২৮ জনের মৃত্যু হয়। গত বছর এ উৎসব চলাকালে মোট ২৭২ জনের প্রাণহানি ও এক হাজার ৮৬ জন আহত হন।

No comments

Powered by Blogger.