‘মানকাডিং’ নিয়ে আপত্তি তুললেন গাভাস্কার

বোলারের হাত থেকে বল ডেলিভারি হওয়ার আগেই নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান বেরিয়ে গেলেন ক্রিজ থেকে। সেই সুযোগে বোলার ভেঙে দিলেন স্টাম্প। রান আউট হতে হলো নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান। ক্রিকেটে এমন রান আউটের দেখা মিলে কদাচিৎ। এ ধরণের রান আউট বিশ্বব্যাপী পরিচিত মানকাডিং নামে। এ নিয়ে আপত্তি তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বিল ব্রাউনকে এভাবে রান আউট করেছিলেন ভারতের অলরাউন্ডার ভিনু মানকড়। বিল ব্রাউনকে সতর্ক করা হলেও সতর্ক হননি তিনি। নন-স্ট্রাইকে থাকার সময় ক্রিজের বাইরে চলে যেতেন ব্রাউন। সেই সুযোগটাই লুফে নেন মানকড়। এরপর থেকে এ ধরনের রান আউট মানকড়ের নাম অনুসারে মানকাডিং নামেই পরিচিত হয়ে আসছে। এ রান আউট আইনসিদ্ধ হলেও তা খেলোয়াড়সুলভ আচরণ কিনা সেটা নিয়ে বিতর্কের শেষ নেই।
তবে গাভাস্কারের আপত্তিটা আউট নিয়ে নয়, আপত্তিটা নাম নিয়ে। তিনি বলেন, “আমার এটি নিয়ে গুরুতর আপত্তি রয়েছে। কারণ এটি দিয়ে ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তীকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। তিনি ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন।” মানকড় নয়, বিল ব্রাউনের নামেই আউটটিকে ডাকা উচিত বলে মনে করেন গাভাস্কার। তিনি বলেন, “যদি কোনো ক্রিকেটারের নাম দিয়েই ডাকতে হয় তাহলে তার নামানুসারে ডাকা উচিত যিনি নন-স্ট্রাইকে ছিলেন। তাকে মানকড় দুইবার সাবধান করেছিল। তৃতীয়বার মানকড় বেইল তুলে নেয় এবং হঠাৎ করে সেটা নিয়ে হইচই শুরু হয়ে যায়।” “আমার মনে হয় এভাবে আউট হওয়াকে বলা উচিত ‘ব্রাউন্ড’ হওয়া, ‘মানকাডেড’ হওয়া নয়। ব্রাউন ক্রিজের বাইরে ছিল। এটা তার দোষ, মানকড়ের নয়।”

No comments

Powered by Blogger.