'কিমের চেয়েও ট্রাম্প ভয়ংকর'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চেয়েও ভয়ংকর। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এমন মন্তব্য করা হয়েছে। একটি শোতে অংশ নিয়ে ক্রেমলিনের শীর্ষ টিভি মুখপাত্র দিমিত্রি কিসলভ জানান, পৃথিবীর নিরাপত্তার জন্য ট্রাম্প অনেক বেশি বিপদজ্জনক।
অবশ্য কয়েক সপ্তাহ আগেই তিনি ট্রাম্পকে পৃথিবীর জন্য একজন প্রয়োজনীয় নেতা উল্লেখ করেছিলেন। উত্তর কোরিয়া প্রসঙ্গ আসতেই দিমিত্রি কিসলভ ভোল পাল্টে বললেন, 'ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চেয়েও ভয়ংকর।' এ সময় তিনি ট্রাম্পের পরিবার নিয়েও মন্তব্য করেন। বলেন, 'ট্রাম্প তার মেয়ে ইভানকাকে হোয়াইট হাউসে অফিস দিয়েছেন। কিন্তু, কিম তো এমনটা করেননি।' এর আগে সোমবার রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা বলপ্রয়োগ পরিহার করা উচিত। এটা অবশ্যই কোনো ভাল পদক্ষেপ হবে না।

No comments

Powered by Blogger.