কাজে আসেনি ভোহরার ওয়ান ম্যান শো

ব্যাটসম্যনদের ব্যর্থতায় সোমবার আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ম পরাজিত হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। একমাত্র ওপেনার মানান ভোহরা ছাড়া আর কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে ভোহরার ৫০ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস নিশ্চিত করতে পারেনি দলের জয়। পাঞ্জাবের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিলো ইয়ন মরগানের ১৩। দলীয় ১৭ রানে ওপেনার হাশিম আমলা ও তিন নম্বরে নামা গ্লেন ম্যাক্সওয়েলকে তুলে নিয়ে পাঞ্জাবকে ব্যাকফুটে ঠেলে দেন এই পেসার। কিন্তু আরেক ওপেনার মানান ভোহরার ঝড়ো ইনিংস জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় প্রীতি জিনতার দলকে। একক প্রচেষ্টায় দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ভোহরা।  কিন্তু দুর্ভগ্য তার।
ফলে ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে নাটকীয় জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের পক্ষে দারুণ বোলিং করে ৫ উইকেট নিয়েছেন পেসার ভূবনেশ্বর কুমার। শেষ দুই ওভারে পাঞ্জাবের দরকার ছিলো ১৬ রান হাতে ৩ উইকেট, ক্রিজে তখন ৪৯ বলে ৯৫ রান করা ভোহরা। স্পষ্টতই ম্যাচে এগিয়ে পাঞ্জাব। কিন্তু ১৯তম ওভারের প্রথম তিন বলের মধ্যে কেসি কারিআপ্পা ও ভোহরাকে ফিরিয়ে দেন ভূবনেশ্বর। এরপর শেষ উইকেট জুটি আর ১০ রান যোগ করে বিচ্ছিন্ন হয়।  পাঞ্জাব অলআউট হয় ১৫৪ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৫৪ বলে ৭০ ও নামান ওঝার ২০ বলে ৩৪ রানে ভর করে ৬ উইকেটে ১৫৯ রান করে হায়দরাবাদ।

No comments

Powered by Blogger.