ধর্ষিত পুরুষদের হাসপাতাল

যৌন নিগৃহীত পুরুষদের চিকিৎসার জন্য সুইডেনে খোলা হচ্ছে হাসপাতাল। এ ধরনের হাসপাতাল এই প্রথম। সুইডেনের রাজধানী স্টকহোমে সাউথ জেনারেল হাসপাতালে ধর্ষিত বা নিগৃহীত নারীদের জরুরি চিকিৎসাসেবা দেয়া হয়। এই হাসপাতাল ঘোষণা দিয়েছে, আগামী অক্টোবর থেকে তারা ধর্ষিত পুরুষদের চিকিৎসা দেবে। সুইডেনের গণমাধ্যম জানিয়েছে, ২০১৪ সালে দেশটিতে ৩৭০ পুরুষ ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার হয়েছেন।
রেডিও সুইডেনকে সুইডিস চিকিৎসক লোতি হেলস্ট্রম বলেছেন, সাধারণভাবে মনে করা হয়, পুরুষরা ধর্ষিত হন না। কিন্তু পুরুষদের ধর্ষিত হওয়ার ঘটনা ‘মাত্রাতিরিক্ত পর্যায়ে’ পৌঁছেছে। এটি যে মাত্রায় ঘটছে, মানুষ এ বিষয়ে ততটা সচেতন নয়। ফলে নারীদের মতো ধর্ষিত পুরুষদের জরুরি চিকিৎসাসেবা দেয়ার ব্যবস্থা করা দরকার। সাউথ জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টা যৌন নিগৃহীত নারীদের সেবা দেয়ার ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থার আওতায় আনা হবে পুরুষদের। সুইডেনের যৌনতা শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়ালিটি এডুকেশন (আরএফএসইউ) সাউথ জেনারেল হাসপাতালের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এ প্রতিষ্ঠানের কর্মকর্তা ইনজার জোর্কলান্ড বলেছেন, পুরুষদের জন্য হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা করায় এতে ধর্ষণের ভয়াবহতা সম্পর্কে পুরুষদের মধ্যেই সচেতনতা সৃষ্টি হবে। বিবিসি।

No comments

Powered by Blogger.