কারাগারেই থাকতে হবে সুব্রত রায়কে, ৩৬০০০ কোটি রুপি পরিশোধে সাহারাকে নির্দেশ

ভারতের সাহারা গ্রুপের মালিক সুব্রত রায়ের জামিনাবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ৫ হাজার কোটি রুপি ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হওয়ায় তাকে এখন কারাগারেই থাকতে হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছেন, সুব্রত রায়কে মুক্তি দেয়া হবে নগদে ও ব্যাংক গ্যারান্টি হিসেবে মোট ১০ হাজার কোটি রুপি জামানত রাখার পর। এরপরই ক্ষুদ্র বিনিয়োগকারীদের ৩৬ হাজার কোটি রুপি পরিশোধ করতে হবে সাহারাকে। এ খবর দিয়েছে এনডিটিভি। সুব্রত রায় ৫ হাজার কোটি রুপির ব্যাংক গ্যারান্টি সংগ্রহে ব্যর্থ হয়েছেন। সাহারা জানিয়েছে, শেষ মুহূর্তে ব্যাংক পিছু হটে। তবে আমরা ইতিমধ্যে নগদে ৫১২০ কোটি রুপি জামানত দিয়েছি। গত বছরের মার্চে সুব্রত রায়কে আটক করা হয়। লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে বন্ড বিক্রির মাধ্যমে প্রচুর অর্থ সংগ্রহ করে সাহারা। এ প্রক্রিয়াকে পরে অবৈধ ঘোষণা করে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে আদেশ দেয় আদালত। তাতে সাহারা ব্যর্থ হলে কোম্পানিটির মালিক সুব্রত রায় আটক হন। সুপ্রিম কোর্ট বলেছে, বন্ড বিনিয়োগকারীদের কাছে এখনও ৩৬ হাজার কোটি রুপি ঋণী সাহারা। আগামী ১৮ মাসের মধ্যে ৯টি কিস্তিতে এ অর্থ ফেরত দিতে হবে সাহারাকে।

No comments

Powered by Blogger.