পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পাকিস্তানের একটি আদালত দেশটির সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইসলামাদের জেলা ও দায়রা জজ কামরান বাশারত মুফতি শুক্রবার এ আদেশ দিয়েছেন। বিখ্যাত লাল মসজিদের পেশ ইমাম গাজী আবদুর রশিদ হত্যা মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে এ মামলায় আদালতে হাজিরা না দেয়ার যে আবেদন মোশাররফের পক্ষ থেকে করা হয়েছিল তাও নাকচ করে দিয়েছেন বিচারক। মামলার পরবর্তী শুনানির দিন পারভেজ মোশাররফকে গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য পুলিশের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২৪ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন জেলা ও দায়রা জজ মুফতি। এর আগে এপ্রিলে একটি নিম্ন আদালতও মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরি করেছিল।
একাধিকবার আদালতে হাজিরা দেয়ার নির্দেশ পালনে ব্যর্থ হওয়ার পর ওই আদেশ জারি করা হয়। সাবেক সেনা শাসক মোশাররফ অবশ্য তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানিয়েছেন, গাজী আবদুর রশিদ হত্যা মামলার তদন্তে পুলিশ তার সংশ্লিষ্টতার প্রমাণ না পেয়ে তাকে নির্দোষ ঘোষণা করেছিল। কাজেই একই মামলায় তাকে আদালতে টানাটানি করার প্রয়োজন নেই। ২০০৭ সালের ১০ জুলাই তৎকালীন সেনা শাসক জেনারেল মোশাররফের নির্দেশে ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযান চালানো হয়। ওই অভিযানে বহু বেসামরিক নাগরিকের পাশাপাশি সস্ত্রীক নিহত হন মসজিদের পেশ ইমাম গাজী আবদুর রশিদ। ২০১৩ সালে ওই হত্যাকাণ্ডের দায়ে মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

No comments

Powered by Blogger.