জীবাশ্মে ডাইনোসরের রক্ত

সাড়ে সাত কোটি বছরের পুরোনো এক জীবাশ্মের মধ্য থেকে পাওয়া গেল ডাইনোসরের রক্তের নমুনা৷ এই আপাত অসম্ভব ঘটনার সাক্ষী রইলেন লন্ডনের ইম্পিরিয়াল কলেজের একদল গবেষক৷
গবেষকরা জানান, জীবাশ্মে পরিণত হওয়া ডাইনোসরের একটি থাবা নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখেন পাথর হয়ে যাওয়া হাড়ের মধ্যে ডাইনোসরটির লোহিত রক্তকণিকা ও প্রোটিন জাতীয় পদার্থের বেশ কিছু নমুনা সংরক্ষিত অবস্থায় রয়েছে৷
গবেষকদলের সদস্য সুজানা মেডমেন্ট জানিয়েছেন, অতীতেও ডাইনোসরের জীবাশ্ম থেকে এমন নমুনা পাওয়া গেছে৷ তবে এক্ষেত্রে রক্তের যে নমুনা মিলেছে তেমন আগে কখনো পাওয়া যায়নি৷ ডাইনোসরের এ জীবাশ্মটি লন্ডন জাদুঘরে এক শ' বছরেরও বেশি সময় ধরে রয়েছে৷

No comments

Powered by Blogger.