মানুষের মলে দূষিত হচ্ছে এভারেস্ট

মানুষের মল-বর্জ্যে দূষিত হচ্ছে এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে পর্বতারোহীদের অবৈজ্ঞানিক পদ্ধতিতে মলত্যাগে পরিবেশ দূষণ এবং রোগ বিস্তারের আশংকা বাড়ছে। এ অবস্থা কাটিয়ে উঠতে নেপাল সরকার নতুন নিয়ম জারি করেছে। এবারের মৌসুমে পর্বতচূড়া থেকে বেজ ক্যাম্পে ফিরে আসার সময় ন্যূনতম ৮ কেজি মল বহন করে নিয়ে আসতে হবে। বিশেষজ্ঞরা দাবি করছেন, পবর্তারোহীরা এ পরিমাণ মল অনেক দূর পর্যন্ত বহন করতে সক্ষম। পর্বতারোহী দলকে ৪ হাজার ডলার জামানত রাখতে হবে। যদি কেউ শৃংখলা ভঙ্গ করে তবে ওই জামানত বাতিল হয়ে যাবে। মানুষের মলত্যাগে পরিবেশ দূষিত হওয়ার দাবি করেছেন নেপালের মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রধান আং শেরিং। তিনি মনে করেন, পবর্তারোহীরা যাতে করে উপযুক্ত পদ্ধতিতে মলত্যাগ করে সে বিষয়ে নেপাল সরকারের পদক্ষেপ নেয়া উচিত। ২০০৮ সাল থেকে পরিচ্ছন্ন কাজে নিয়োজিত স্টিভেন শেরপা জানান, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং যথাযথ পদক্ষেপ নেয়া দরকার। অনেক পবর্তারোহী চূড়ায় মলত্যাগের পর ডিসপোজাল ব্যাগ ব্যবহার করেন। প্রতি মৌসুমে প্রায় ৭০০ পর্বতারোহী এবং গাইড এভারেস্টে দু’মাস সময় কাটান। বিবিসি।

No comments

Powered by Blogger.