মোদির সুটের দাম উঠেছে ১,৯০,০০০ ডলার

নিলামে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সুট। গতকাল শুরু হয়ে এই নিলাম চলবে আগামীকাল পর্যন্ত। এরই মধ্যে এর দাম উঠেছে এক লাখ ৯০ হাজার ডলারের বেশি। ভারতেরই এক ব্যবসায়ী এই দাম হাঁকিয়েছেন। এ সুটটি পরতেন নরেন্দ্র মোদি। তার সুটের নিলাম নিয়ে চারদিকে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। আগামীকাল পর্যন্ত চলবে এই নিলাম। বিশ্বের প্রায় সব মিডিয়া এ নিয়ে ফলাও করে খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, মোদির ওই সুটটি পেতে আগ্রহ প্রকাশ করেছেন টেক্সটাইল ব্যবসায়ী মিলিয়নিয়ার রাজেশ জুনেজা। তিনি সুটটি ওই দাম হাঁকিয়ে বিবিসিকে বলেছেন, তিনি এটি কিনে নরেন্দ্র মোদির একটি মূর্তিকে পরাবেন এবং প্রতিদিন তা থেকে উৎসাহ নেবেন। এ সুটটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক সাক্ষাতে পরেছিলেন মোদি। এ সুটটি তৈরি করতে প্রায় ১০ লাখ রুপি খরচ হয়েছিল। এ কথা বলে অনেকে রাজেশের সমালোচনা করেন। এ নিলাম থেকে অর্জিত অর্থ ব্যবহার করা হবে ভীষণভাবে দূষিত গঙ্গার পানিশোধনে। এই শোধন প্রক্রিয়া প্রধানমন্ত্রী মোদি ও তার সরকারের একটি বড় প্রকল্প। এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে তিন বছরের মধ্যে। নিলাম ডাক শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজেশ জুনেজা এর দাম বলেন ১ কোটি ২০ লাখ রুপি, যা এক লাখ ৯০ হাজার ডলারের বেশি। তিনি বলেছেন, আমি নরেন্দ্র মোদির একজন ভীষণ ভক্ত। তার জীবনধারা, তার স্টাইল আমি খুব পছন্দ করি। আমার অফিসে রয়েছে তার একটি মূর্তি। এ সুট কিনে আমি সেই মূর্তিকে পরাবো। তারপর প্রতিদিন ওই মূর্তির সঙ্গে কথা বলবো, যাতে আমি আরও উন্নতি করতে উৎসাহী হই। নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাট। সেখানকার অনেক ব্যবসায়ী এ সুটটি কেনার জন্য দাম হাঁকিয়েছেন। কিন্তু তাদের ছাপিয়ে গেছেন রাজেশ। বিশেষজ্ঞরা বলছেন, এটি নিলামের শেষদিকে আরও অনেক বেশি দামে বিক্রি হবে। এ সুটের সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি যেসব উপহার পেয়েছেন তার সাড়ে চার শতাধিক সামগ্রী।

No comments

Powered by Blogger.