রুমার অপেক্ষার অবসান by মারুফ কিবরিয়া

২০১৩ সালের কথা। তখন থেকেই নাট্য ক্যারিয়ারের পাশাপাশি নতুন এক অধ্যায় রচনা করেন জনপ্রিয় মডেল অভিনেত্রী ফারাহ রুমা। নার্গিস আক্তারের ছবি ‘পুত্র এখন পয়সাওয়ালা’র মধ্য দিয়ে সম্পৃক্ততা ঘটান চলচ্চিত্র জগতে। ছবির শুটিংও শেষ হলো একসময়। এবার অপেক্ষার পালা প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির। গত বছরের এপ্রিল মাসে ছবিটি আলোর মুখ দেখবে বলে শোনা যায়। কিন্তু নানা জটিলতায় তা আর হয়নি। এতে কিছুটা মন খারাপ হলেও ভেঙে পড়েননি ফারাহ রুমা। তখন বলেছিলেন, মন একটু খারাপ বটে। তবে এ নিয়ে হতাশায় ভুগছি না মোটেও। মুক্তি পেলেই হলো। এরপর নতুন করে আবারও শানা যায় ছবিটি অবশেষে প্রেক্ষাগৃহে আসছে। তারিখও ঠিক হয়। সেবারও ‘পুত্র এখন পয়সাওয়ালা’ দেখার জন্য দর্শক প্রেক্ষাগৃহে যেতে চেয়েও পারেননি। অবশ্য সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে এবার টিভি পর্দার এ অভিনেত্রীকে ঠিকই সিনেমাপ্রেমী দর্শকরা প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পেলেন। গতকাল ফারাহ রুমা অভিনীত এ প্রথম ছবিটি মুক্তি পেয়েছে। ক্যারিয়ারের প্রথম ছবি- অনুভূতি কেমন তার? উত্তরে রুমা বলেন, ফিলিংসটা কেমন সেটা বলে বোঝাতে পারবো না। তবে এটা ভেবে ভাল লাগছে যে, অনেক ঝক্কিঝামেলার অবসান ঘটিয়ে ছবিটি মুক্তি পেলো শেষ পর্যন্ত। এখন দেশের অবস্থা খুবই খারাপ। রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায়ও দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন এমনটাই আশা করছি। আর ছবিটির গল্প বেশ সুন্দর। এ নিয়ে অনেক আগেই মিডিয়ায় কথা বলেছি। তাই আর নতুন করে কিছু বলারও নেই। সবকিছুর পরেও একটাই প্রত্যাশা, দর্শকের জন্য এটি একটি ব্যতিক্রমী উপহার হবে বলেই আমার বিশ্বাস। দেড় যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় পদচারণা অভিনেত্রী ফারাহ রুমার। দীর্ঘ এ সময়ে একাধারে বিজ্ঞাপন, টিভি নাটকে নিয়মিত কাজ করে আসছেন তিনি। শুরুতে খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করলেও বেশ কিছুদিন ধরে ধারাবাহিক থেকে সরে এসেছেন ফারাহ রুমা। এখন খণ্ড নাটকেই বেশি অভিনয় করছেন। কেন ধারাবাহিক থেকে নিজেকে গুটিয়ে নিলেন তিনি? এমন প্রশ্নের জবাবে ফারাহ রুমা বলেন, আমি আগে কখনোই ধারাবাহিক ও খণ্ড নাটককে আলাদা করে দেখতাম না। কারণ, আমার কাছে মনে হতো অভিনয়ের মাধ্যমে নিজের চরিত্রটি উপস্থাপনটাই আসল। কিন্তু ইদানীং যে ধরনের গল্প নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ হয় তা আমার সঙ্গে যায় না। গল্প কিংবা চরিত্র কোনটিতেই স্বস্তি পাই না। যে কারণে কেউ প্রস্তাব দিলেও সেটা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিই। অবশ্য ধারাবাহিকে যে একেবারে অভিনয় করবো না তা কিন্তু নয়। মনের মতো গল্প ও চরিত্র পেলে ঠিকই অভিনয় করবো। সেজন্য আমিও অপেক্ষায় রয়েছি। কাজের ব্যাপারে বরাবরই আন্তরিক এ অভিনেত্রী। শুধু আন্তরিক বললে ভুল হবে, সব সময় যে কাজ করবেন তার শতভাগ পরিপূর্ণতা থাকতে হবে। এ ব্যাপারে কোন ছাড় নেই তার কাছে। যখনই যে নাটকে কিংবা টেলিফিল্মে কাজ করবেন সেটা পরিপূর্ণ করে ছাড়বেন। পাশাপাশি কাজের ক্ষেত্রে মনোযোগটা তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন ফারাহ রুমা। এদিকে সামপ্রতিক সময়ে ব্যস্ততা তাকে এতটাই আঁকড়ে রেখেছে যে, নিজের অভিনীত নাটক কিংবা টেলিফিল্ম দেখার সুযোগই মেলে না। আগে ব্যস্ততা কম থাকায় সেই সুযোগ হতো। কিন্তু ইদানীং সময় মোটেও পান না ফারাহ রুমা। তিনি বলেন, এখন তো চ্যানেল অনেক, পাশাপাশি নাটক-টেলিফিল্মের সংখ্যাও বেশি। যে কারণে কাজের চাপও এখন একটু বেশিই যাচ্ছে। এত নাটকে কাজ করি, কোনটি কোন চ্যানেলে কোন দিন প্রচার হচ্ছে সেটাও খেয়াল রাখতে পারি না। গত বছরের নভেম্বরে বিইউ শুভ’র পরিচালনায় নেপালে দুটি নাটকের শুটিং শেষ করেছেন ফারাহ রুমা। এছাড়া মাহবুব নীলের পরিচালনায় ‘বিফোর ডেথ’ নাটকের শুটিং করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সমপ্রতি আরএফএলের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন ফারাহ রুমা। এটি বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।

No comments

Powered by Blogger.