ঢাকায় আসছেন ম্যারাডোনা

একবার নয়, দু’বার নয়, চারবার ঢাকায় দেখা যেতে পারে ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে। বাংলাদেশে প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ আবার আলোচনায়। ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)’র নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামীর ঢাকা আসার মধ্য দিয়ে নতুন হাওয়া লেগেছে আলোচনার পালে। তার দাবি, বাংলাদেশে প্রস্তাবিত টুর্নামেন্টের ব্যাপারে ম্যারাডোনার প্রাথমিক সম্মতি মিলেছে। লীগ কমিটির চেয়ারম্যান হতে রাজি হয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী মাসেই বাংলাদেশে আসতে পারেন এই আর্জেন্টিনা কিংবদন্তি ফুটবলার। শুধু তাই নয়, টুর্নামেন্টের আগে ও পরে মিলিয়ে মোট চারবার ঢাকায় আসবেন ম্যারাডোনা। ‘আসলে ম্যারাডোনাকে পণ্য করেই আমরা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি বাংলাদেশে চালু করতে চাই। এজন্য আগামী মাসে ওকে ঢাকায় এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজটি শুরু করতে চাইছি’- বলেন ভাস্বর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও রাজি টুর্নামেন্ট আয়োজনে। তবে এজন্য ছোট একটি শর্ত দিয়েছে বাফুফে। সেটার সমাধান করতে পারলেই নভেম্বর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি মাঠে গড়ানোর চিন্তা করছে সিএমজি।
এর আগে, গত ডিসেম্বরে লীগ আয়োজনের সংক্ষিপ্ত প্রস্তাব দিয়েছিল কলকাতা ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি। এ মাসের শুরুতে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ করতে বাফুফেকে পূর্ণাঙ্গ পরিকল্পনা পাঠায় তারা। প্রস্তাব অনুযায়ী ভারতের আইএসএলের আদলে বাংলাদেশে ৮ ভেন্যুতে ৮টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ লীগে অংশ নেবেন বিদেশী কোচ, নামীদামি বিশ্ব তারকারা। লীগের আট দলের সঙ্গে যে আটটি বিদেশী দল থাকবে তার একটা দল নাকি ঠিকও হয়ে গেছে। এই কর্মকর্তার কথা, ‘ম্যারাডোনা স্বয়ং ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো সভাপতির সঙ্গে কথা বলে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লীগে তাদেরসংযুক্তি নিশ্চিত করেছেন। অন্যান্য দলের সঙ্গেও কথা চলছে, যার একটি ফ্রান্সের লিঁও। টুর্নামেন্টের নানা বিষয় নিয়ে এ মাসের ২৭ তারিখ মাদ্রিদে ম্যারাডোনার উপস্থিতিতে সভা হবে।’ এর আগেও সিএমজির হাত ধরে দুবার ভারত সফর করেছেন ম্যারাডোনা। ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের সফল আয়োজকও সিএমজি। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর নভেম্বরে খেলার সম্ভাব্য সময় ধরে এগোচ্ছেন উদ্যোক্তারা।

No comments

Powered by Blogger.