বাংলাদেশ সফরে মমতার সঙ্গী হবেন কবীর সুমন দেব, প্রসেনজিৎ, নচিকেতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে একটি সাংস্কৃতিক ও একটি শিল্প প্রতিনিধি দল সঙ্গে করে নিয়ে যাবেন। ইতিমধ্যেই সফরসঙ্গী বাছাই করার কাজ শুরু হয়েছে। সাংস্কৃতিক প্রতিনিধি দলে অভিনেতা দেব,  গায়ক নচিকেতা, ইন্দ্রনীল সেন ছাড়াও মমতা ঘনিষ্ঠ শিল্পীরা থাকবেন। থাকবেন বাংলাদেশে জনপ্রিয় টিভি সিরিয়ালের কিছু জনপ্রিয় মুখও। দুই বাংলার মধ্যে চলচ্চিত্রের উন্নতিতে কাজ করে যাওয়া অভিনেতা প্রসেনজিৎ ও পরিচালক গৌতম ঘোষ এবং  বাংলা চলচ্চিত্রের পরিচিত প্রযোজক শ্রীকান্ত মোহতাও মমতার সফরসঙ্গী হতে পারেন বলে জানা গেছে। তবে এই দলে বিতর্কিত কবীর সুমনকে রাখার প্রস্তাব করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এক সময়ের সংসদ সদস্য, পরে অনেকটাই দূরে সরে যাওয়া সংগীতশিল্পী কবীর সুমনকে আসন্ন বাংলাদেশ সফরে সরকারি প্রতিনিধি দলে নেয়া নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় কবীর সুমনকে অচ্ছুৎ করে রাখলেও তাকে বাংলাদেশ সফরে নিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানা গেছে, বাংলাদেশে সুমনের গানের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তাকে নেয়ার ভাবনা। মুক্তিযুদ্ধ বা একুশে ফেব্রুয়ারি, শাহবাগের গণজাগরণ নিয়ে সুমনের বেশ কিছু গান রয়েছে। তবে সুমন জানিয়েছেন, তাকে সরকারিভাবে কিছুই এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে তিনি যে ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়ে ঢাকায় যেতে আগ্রহী তা জানা গেছে তার ঘনিষ্ঠদের কাছ থেকে। তবে বর্তমানে সুমন কিছুটা অসুস্থ। তাই শারীরিকভাবে বাংলাদেশ সফরের ধকল নেয়াটা সম্ভব কি না, তা নিয়ে শিল্পী নিজেই কিছুটা সন্দিহান। নবান্ন সূত্রে জানা গেছে, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে মমতার সফরসঙ্গী কারা হবেন তার একটি তালিকা তৈরি করে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে পাঠানো হয়েছে। এদিকে শিল্প প্রতিনিধি দলে কলকাতা তথা রাজ্যের বেশ কয়েকজন সুপরিচিত শিল্পপতি থাকবেন বলে জানা গেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের জন্য বাংলাদেশ সফরে যাবেন আগামী ১৯ই ফেব্রুয়ারি। তিনি একুশের ভাষা দিবসে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের প্রতি।

No comments

Powered by Blogger.